Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন
 

কি সেবা কিভাবে পাবেন

* ইউনিয়ন পর্যায়ে দুঃস্থ মহিলাদের জন্য ভিজিডি কার্যক্রমঃ

 

এ কার্যক্রমে আওতায় দুঃস্থ মহিলাদেরকে ২৪ মাস ব্যাপী ৩০ কেজি হারে চাল/গম প্রদান করা হয়। এ সেবা পেতে সংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড কমিটির নির্বাচিত কমিটির সাথে যোগাযোগ করতে হয়।

 

* দরিদ্র গর্ভবর্তী মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রমঃ

এ কার্যক্রমের আওতায় দরিদ্র গর্ভবর্তী মাকে ২৪ মাস ব্যাপী ৩৫০/- টাকা হারে ভাতা প্রদান করা হয়। এ সেবা পেতে ইউপি ওয়ার্ড কমিটির নির্বাচিত কমিটির সাথে যোগাযোগ করতে হয়।

 

 

 

 

*মহিলা প্রশিক্ষণ কেন্দ্র(WTC)পরিচালনাঃ

এখানে ৩ মাস ব্যাপী ৫টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগ করতে হয়।

 

*স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন,বাষিক অনুদান বিতরন ও পর্যবেক্ষণঃ                                                  

 এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগ করতে হয়।

 

* কর্মজীবী  ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলঃ                                                                                    

এ কার্যক্রমের আওতায় কর্মজীবী  ল্যাকটেটিং মাকে ২৪মাস ব্যাপী ৩৫০/ টাকা হারে ভাতা প্রদান করাহয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সংশিষ্ট নির্বাচন কমিটির সাথে যোগাযোগ করতে হয়।

 

* মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচীঃ

এ কার্যক্রমের আওতায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ৩,০০০/- (তিন হাজার) টাকা থেকে ১৫,০০০/- (পনের হাজার) পর্যমত্ম ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে হয়।

 

* দুঃস্থ মহিলাদের পূর্ণবাসন ও কর্মসংস্থানের জন্য প্রধান মন্ত্রীর বিশেষ তহবিলঃ

এ কার্যক্রমের আওতায় দুঃস্থ মহিলাদেরকে কর্মসংস্থানের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা থেকে ৫,০০০/- (পাঁচ হাজার) পর্যমত্ম ঋণ প্রদান করা হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে হয়।

* ঘূর্ণয়মান ঋণ কার্যক্রমঃ

এ কর্যাক্রমের আওতায় উৎপাদনমূখী কর্মকান্ডে দুঃস্থ মহিলাদের সম্পৃক্ত করণের লক্ষে ঋণ প্রদান করা হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে হয়।

* নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা সৃষ্টি এবং ব্যবস্থা গ্রহণঃ

এ কার্যাক্রমের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে প্রয়োজনীয় পরামর্শ করা হয় এবং মিমাংসা করা হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সাথে যোগাযোগ করতে হয়।

* যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে সচেতনতা সৃষ্টি এবং প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণঃ

এ কার্যক্রমের আওতায় নারী ও শিশু নির্যাতন নিরোধকল্পে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এবং ব্যবস্থা নেয়া হয়। এ সেবা পেতে কক্সবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের সাথে যোগাযোগ করতে হয়।

* নারী ও শিশু পাঁচার রোধকল্পে সচেতনতা সৃষ্টি এবং ব্যবস্থা গ্রহণঃ

এ কার্যক্রমের আওতায় নারী ও শিশু পাঁচার রোধকল্পে প্রচার, উদ্বুদ্ধকরণ এবং সচেতনতামূলক কর্মসূচী বাসত্মবায়ন করা হয়।